ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা রাফিদা খান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। মাদ্রাসা থেকে আসার পথে পাঁচবাগ মোড় সংলগ্ন সড়কে অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার মুখের নীচের অংশ ও বাম হাতের একাংশ ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাশর্^বর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে এবং পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বান ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টা ৫০ মিনিটে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ -গফরগাঁও সড়কে এ ঘটনা ঘটে।
এসিডদগ্ধ মিনহার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরশাঁখচূড়া (আনসারনগর) গ্রামের সালাউদ্দিন খানের মেয়ে ও পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী মিনহা রাফিদা খান অন্যান্য দিনের মতোই মাদ্রাসায় থেকে পায়ে হেঁটে বাড়িতে আসছিল। সে পাঁচবাগ-গফরগাঁও সড়কের বাঘের বাড়ির কাছে এলে একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার সামনে এসে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সে চিৎকার করতে করতে সড়কের পাশে ছফির উদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
মিনহার পিতা সালাউদ্দিন খাঁন জানান, জানা মতে তার পরিবারের লোকজনের সঙ্গে এবং তার মেয়ের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। পাঁচবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি পাগলা থানার ওসিকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত চলছে।