বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৫ তম জন্মদিন উপলক্ষে বিরল উপজেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক কর্মসূচি পালন করেছে।
শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ও জাতির জনক বঙ্গবন্ধু’র নাতি সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উদযাপন করে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এম আবদুল লতিফ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সারওয়ারুল ইসলাম বাবলু, মেনু রাম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সবাপতি আবদুল মালেক প্রমূখ।