ঝিনাইদহের হরিণাকু-ুতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের এ খেলাটির শনিবার উপজেলার পোড়াহাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মোহাম্মদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হরিণাকু-ু প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম আবদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান, শাহানাজ পারভীন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে উপজেলার ৮টি ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে ৮টি ইউনিয়ন ও পৌরসভা সহ ৯টি দল নিয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শনিবার শুরু হয়।