বর্নাঢ্য আয়োজনে দিনাজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা ও শহর পৃথক পৃথকভাবে পালন করে।
বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা, ঘোড়াগাড়ি, বেলুন, ফেস্টুন, ক্যাপসহ বিভিন্নভাবে র্যালীকে বর্ণাঢ্যভাবে সাজানো হয়।গতকাল শনিবার সকাল ১১টায় শহরের রায়সাহেব বাড়ী প্রাঙ্গন থেকে শহর স্বেচ্ছাসেবকলীগ ও দিনাজপুর ইনস্টিটিউট থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ণাঢ্য র্যালী বের হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারন সম্পাদক জাকারিয়া জাকির ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহ মোঃ রেজওয়ান উর রহমান পলাশ আনন্দ র্যালীর নেতৃত্ব দেন।জেলা ও শহর স্বেচ্ছাসেবকলীগ পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনটির শুভ সুচনা করেন।
র্যালী শেষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে শহর স্বেচ্ছাসেবকলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান।বর্নাঢ্য র্যালীতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্নসহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশ নেন।