আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রাম ও সাফল্যের গৌরবোজ্জল ২৫ বছর উদযাপন উপলক্ষে আজ শনিবার দিনাজপুরের পার্বতীপুরে কেক কেটে ও বর্নাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আমজাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন সরকার, জেলা পরিষদ সদস্য লতিফা বেগম, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারী রুকু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক নাসরিন সুলতানা, যুবমহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন নাহার মিতু ও নেত্রী রওশন আরা প্রমুখ। পরে বিকেল ৬টায় শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণকারী প্রায় দুই সহশ্রাধিক নেতাকর্মীর মাঝে উন্নতমানের খাবার (বিরিয়ানি) পরিবেশন করা হয়।