সিরাজদিখানে প্রবাসী আবুল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকালে প্রবাসীর স্ত্রী আকলিমা বেগম (৩৫) বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাদী আকলিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির আঙ্গিনায় রিক্সাচালক ফুলের টবেরউপর রিক্সা উঠিয়ে দেয়। আকলিমা বেগম তাকে দেখে শুনে চালানোর কথা বললে ওখানে দাঁড়িয়ে থাকা উপজেলার লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে মো. রকিব (২২) আকলিমার সাথে কথাকাটাকাটি করে। এক ঘন্টা পরে রাকিব, দোষরপাড়া গ্রামের আ. খালেকের ছেলে পারভেজ (২২), ভুইরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (৩৫), নুর মোহাম্মদের ছেলে মো. রবিন মোল্লা (২২) এবং দোষরপাড়া গ্রামের রহমত আলী (২২), মো. দিদার মাদবর (৩৮), মো. কামাল উদ্দিন (৩৫) সহ ১০/১৫ জন দা, লোহার রড, লাঠি, বল্লম নিয়ে হামলা করে। তাকে কিল ঘুষি মারলে সে তার ছেলে মেয়েকে নিয়ে এক রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার বাড়ির মুল গেইট কুপিয়ে ভাঙ্গচুর করে ঘরে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় া। এ সময় বাড়িতে পুরুষ লোক ছিল না কারণ তাদের পরিবারের সবাই সাভার ভাতিজীর বিয়েতে গিয়েছিল। শুধু দোতলায় স্কুল শিক্ষিকা একজন ছিল সেও ভয়ে এ আক্রমণ দেখে দোতলায় দরজা আটকে দিয়েছিল। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা চলে যায় বলে আকলিমা জানান।
রকিবের বাবা আওলাদ হোসেন জানান, রিক্সা ওয়ালাকে মারধর করায় তার ছেলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। আমার ছেলেকে তারা মারধর করেছে। কোন ভাঙচুর লুটপাট হয় নাই তাদের বাড়িতে।
বয়রাগাদী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গাজী জানান, আমি ফোনে খবর পেয়ে দুইজন ইউপি সদস্যকে বিষয়টি দেখতে বলি। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। তবে এ ঘটনায় দোষরপাড়া গ্রামের যাদের নাম শুনেছি। তারা সত্যিই খারাপ এপাড় এসে প্রভাব দেখায়, ওদের ভয়ে আতঙ্কে থাকে এ অঞ্চলের মানুষ।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।