বগুড়ার শেরপুর উপজেলার পল্লীতে খামার ও চাতাল ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান আলী (৬০) নামে ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় সঙ্গবদ্ধ ডাকাতদলের মারপিটে আহ হয়েছেন ব্যবসায়ীর স্ত্রী। এ সময় ডাকাতরা লুটে নিয়ে গেছে ৬লাখ টাকা মূল্যর ৩টি ষাড় গুরু ও দুইটি বড় খাসি এবং নগদ টাকা সহ প্রায় ৩ভরি স্বর্ণালংকার পরে। ডাকাতদের মারপিটে আহত নিহতের স্ত্রী মেরিনা খাতুন (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে ঘটেছে গতকাল শনিবার ভোররাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন খুদি সাহার পুকুরপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,, গতকাল শনিবার ভোর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র ডাকাত নিহত ব্যবসায়ী শাহজাহান আলী বাড়িতে প্রবেশ করে। পরে ঘুমন্ত গৃহস্বামী শাহজাহান আলীর হাত-পা বেঁধে ফেলে। এতে কে কে বলে চিৎকার করলে ডাকাতরা শাহজাহান আলেিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।এদিকে স্বামীর চিৎকারে ঘুম ভেঙে যায় স্ত্রী মেরিনার। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে বেধড়ক ভাবে পিটিয়ে পেটানো শুরু করে। এতে তিনি পড়ে গেলে সঙ্গবদ্ধ ডাকাতরা তার গলায় থাকা সোনার চেইন, কানের দুল, নাক ফুল খুলে নেয়। এ সময় ডাকাতরা সবকিছু তছনছ করে নগদ অর্থ এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয় তারা। পরে তারা খামারে থাকা কুরবানি ঈদে বিক্রির উপযোগী ৩টি বড় আকারের ষাঁড় গরু ও ২টি খাসি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেলে সেখানে গ্রামবাসী এবং শেরপুর থানায় খবর দেয়। ঘটনার থবরে পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে নিহত শাহজাহান আলীর সুরতহাল শেষে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়। পরে তারা নিহতের স্ত্রী মেরিনা খাতুনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
হাসপাতালে ভর্তি নিহত ব্যবসায়ীর স্ত্রী মেরিনা বেগম সাংবাদিকদের জানান, তাদের আদীবাড়ী ধুনট উপজেলার হুসিয়ারপাড়া গ্রামে। নদী ভাংগনের কারণে বিগত কয়েক বছর পূর্বে তার নিহত স্বামী স্বামীর সঙ্গে শেরপুর উপজেলায় আসেন এবং ভবানী বাজার সংলগ্ন এলাকায় এক ব্যক্তির চাতাল ও বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সেখানেই তারা নিজেদের উদ্ধোগে গরু ও ছাগলের ছোটখাট খামার গড়ে তুলেছেন। তিনি আরো বলেন কোরবানি উপলক্ষে তারা ৩টি বড় আকারের ষাঁড় গরু ও ৩টি খাসি তাদের বিক্রিযোগ্য করে তুলেছিলেন।
এদিকে ঈদুল আজাহর আগে এলাকায় এধরনের দুর্ধষ ডাকাতির ঘটনায় গোটা এলাকায় আতংত ভড় করেছে।
এ বিষয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনা নিশ্চিত করে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম বলেন এ বিষয়ে অবহিত হবার পর থেকেই পুলিশ মাঠে নেমেছে।