যশোরে বিএডিসি’র সারের লাইসেন্স প্রদান এবং বীজের লাইসেন্স নবায়ন নিয়ে চলছে তোঘলকি কারবার। ৯ বছর আগে সরকারি ফিস (পে-অর্ডার) গ্রহণ করা হলেও এখন চলছে ফাইল চালা-চালি।সারের লাইসেন্স পাননি সিংহভাগ ডিলার। অন্য দিকে এক বছর আগে নবায়ন ফিস নেওয়া হলেও এখনও নবায়ন করা হয়নি বীজের লাইসেন্স।সব মিলে হ য ব র লা চলছে বিএডিসি’র সার ও বীজ মার্কেটিং বিভাগে।
সরকারি পরিপত্রে বীজ ডিলারদের অগ্রাধিকার ভিত্তিতে সারের লাইসেন্সে অন্তর্ভুক্তি করার বাধ্যবাধকতা থাকলেও তা মানছেন না সারের যশোর জোনের যুগ্ম পরিচালক রোকনুজ্জামান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বীজ ডিলার জানান, বিসিআইসি ডিলারদের সাথে যুগ্ম পরিচালকের আর্থিক সম্পর্ক আছে।তাদের মাধ্যমে তিনি মাসোহারা নেন। যে কারণে সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও তিনি বীজ ডিলারদের সারের লাইসেন্স না দিয়ে টালবাহানা করছেন। এর আগে যারা ওই পদে ছিলেন তারাও একই পন্থা অবলন্বন করেন। যে কারণে বছরের পর বছর ফাইল চালা-চালি হলেও তাদের ভাগ্যে লাইসেন্স মিলছে না।সূত্র জানায় বৃহত্তর যশোরে মোট বীজের ডিলার ৪১১ জন। তার মধ্যে সারের লাইসেন্স পেয়েছেন ১৬০ জন। সারের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বেশি বঞ্চিত নড়াইল জেলার ডিলাররা। ওই জেলায় ৫৪ জন বীজ ডিলারের মধ্যে লাইসেন্স পেয়েছেন মাত্র ৫জন।তার ভিতর কালিয়া উপজেলায় কাউকে সারের ডিলার দেয়া হয়নি। ওই উপজেলায় বীজের ডিলার আছেন ২০ জন। ৯ বছর আগে এসব ডিলাররা কেউ জমি কেউ গহনা বন্দক রেখে পে-অর্ডার জমা দেন। চাহিদা মাফিক উৎকোচ দেয়া সম্ভব হচ্ছেনা বলে তারা লাইসেন্স পাচ্ছে না এমন দাবি অনেকের।
এব্যাপারে যুগ্ম পরিচালক রোকনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,সারের লাইসেন্স দেয়ার বিষয়টি জেলা সার মনিটরিং কমিটির। তারা সুপরিশ করলে তা প্রস্তাব আকারে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে। এর বাইরে তার কিছু করনীয় নেই। এদিকে একই অবিচার করা হয়েছে বীজ ডিলাদের লাইসেন্ নবায়নের ক্ষেত্রে।এক বছর আগে সরকারি ফিসসহ কাগজপত্র জমা দেয়া হলেও তাদের লাইসেন্স নবায়ন করছেন না বিএডিসি’র উপ পরিচালক(মার্কেটিং) দেলোয়ার হোসেন।অবাঞ্চিত শর্তারোপ করে তাদেরকে অযাতা হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।যশোর জোনে অর্ধশতাধিক লাইসেন্স আটকে রেখে তিনি মোটা দাগে বানিজ্য করার ধন্ধা করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগিরা। তার মধ্যে নড়াইলে ৫৪ জন ডিলারের মধ্যে ২৯ জনের লাইসেন্স নবায়ন করা হয়নি।লাইসেন্স নবায়ন না করায় বীজ বিপণে চরম সংকটে পড়েছেন ডিলাররা।এতে কৃষকের চাহিদা মাফিক মান সম্মত বীজ প্রাপ্তি এবং সরকারের বীজ বিপণনে বিরুপ প্রভাব পড়েছে। এব্যপারে উপ পরিচালক(মার্কেটিং) দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিদ্দিষ্ট পরিমান বীজ উত্তোলন না করায় তাদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না।তবে ডিলাররা বলেছেন, যেসব বীজের চাহিদা আছে তা তাদেরকে না দিয়ে গোপনে বিক্রি করে দেয়া হয়। এমনকি ওই বীজ গোডাউনেও আনা হয় না। প্রসেসিং সেন্টার থেকে বিক্রি করে দেয়া হয়। যে কারণে অনেক সময় চাষীর চাহিদার বাইরের বীজ নেয়া তাদের পক্ষে সম্ভব হয়না।তবে প্রত্যেক মৌসুমে তারা বীজ উত্তোলন করেন বলে দাবি করেছন।