প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রাম। ওই শহরকে মেগাসিটি করার প্রতিশ্রুতি দিয়ে নগর পিতার গুরু দায়িত্ব নিয়েছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। গত ২৬জুলাই সেই দায়িত্ব গ্রহণের পূর্ণ হয়েছে ৪ বছর। চট্টগ্রাম শহরের ৬০ লক্ষ জনগণ মেগাসিটির সুবিধা ভোগ করছেন; নাকি হতাশার মধ্যে ডুবে আছেন? সেটা নিয়ে আছে নানা প্রশ্ন। বর্তমানে প্রত্যাশা ও প্রাপ্তির নানা সমীকরণ মিলাচ্ছেন নাগরিকরা। তবে বসে নেই মেয়রও। নাগরিকদের দেয়া প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পেরেছেন, নিজের সাফল্য এবং অর্জনগুলো বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন নাগরিকদের কাছেও।
বলছেন- জলাবদ্ধতা নিরসনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের সীমাবদ্ধতার কথাও। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। এতে ৪ লাখ ৭৫ হাজার ৩শ’৬১ ভোট পেয়ে নির্বাচিত হন আ.জ. ম নাছির উদ্দীন। পরবর্তীতে ৬ মে শপথ নেন তিনি। তবে আইনি বাধ্যবাধকতার কারণে সাথে সাথে দায়িত্ব গ্রহণ করেন নি। ওই বছরের ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বহুমুখী সেবা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে বহু প্রকল্প আছে। সেখানে কোথাও শ্লো হয়েছে বা কোথাও ত্রুটি আছে। সবকিছু আবার শতভাগ করাও সম্ভব না। সে ক্ষেত্রে সাফল্য-ব্যর্থতার বিষয়ে নগরবাসীই ভাল বলতে পারবেন। নগরবাসী মূল্যায়ন করবেন। তিনি যে নগরবাসীর মুখোমুখি হচ্ছেন সেটা ভালো উদ্যোগ। তিনি ঘন ঘন বিদেশ যান। এতে আমরা সেবা থেকে একটু বঞ্চিত তো হচ্ছিই।
খোঁজ নিয়ে জানাগেছে, মেয়র আ.জ.ম নাছির বেশ কিছু বিষয়ে প্রশংসিত হয়েছিলেন। আবার সমালোচিতও হয়েছেন। বিগত ২০১৬ সালের ১০ আগস্ট এক অনুষ্ঠানে মেয়র ‘ঘুষ না দেয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন বরাদ্দ কম পাচ্ছে’ মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। বেশিরভাগ নগরবাসী এর প্রশংসা করেছিলেন। তবে গত এপ্রিল মাসে গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে ‘থাপ্পড়’ মারার অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়েছিল। তবে মেয়র সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন পৌরকর আদায় প্রক্রিয়া নিয়ে। পৌরকর নির্ধারণে পঞ্চবার্ষিকী পুর্নমূল্যায়ন শেষে ২০১৭ সালের ৩১ আগস্ট জনসম্মুখে প্রকাশ করা হয়।
এরপরই ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। তাদের অসন্তুষ্টির কারণ ছিল, পূর্বের ন্যায় বর্গফুটের ভিত্তিতে মূল্যায়ন না করে ভাড়ার ভিত্তিতে মূল্যায়ন করা। এই ইস্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন মাঠে নামেন। এ ক্ষেত্রে ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’ নামের একটি সংগঠন নানা কর্মসূচি পালন করায় নাগরিকরা খুশি। পরবর্তীতে মন্ত্রণালয় এসেসমেন্ট কার্যক্রম স্থগিত করে। এ ছাড়া তিনি দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পদক্ষেপ নিলেও শহরে জলাবদ্ধতা দূর হয় নি। কিছুদিন আগেও বর্ষার পানিতে নগরবাসী ডুবতে হয়েছে। মশা মারার দৃশ্যও নাগরিকরা তেমন দেখেন না। ওদিকে নগরকে ‘ক্লিন সিটি’তে পরিণত করার জন্য পরিচ্ছন্ন কার্যক্রমে সাফল্যের দাবি করেন মেয়র। ডোর টু ডোর প্রকল্পের মাধ্যমে বাসা-বাড়ি থেকে সরাসরি ময়লা সংগ্রহ, ডাম্পিং স্টেশন কমিয়ে আনা, দিনের পরিবর্তে রাতের বেলা ময়লা পরিবহন।
আবার দায়িত্ব গ্রহণের প্রথম বছরে বিলবোর্ড উচ্ছেদে সাফল্য ছিল উল্লেখযোগ্য। শহরের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে অন্তত চার হাজার বিলবোর্ড, ইউনিপোল, মেগা সাইন শতভাগ অপসারণ করেন মেয়র। মেয়র আ.জ.ম নাছির উদ্দীন গণমাধ্যম কর্মীদের বলেন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার কাজ করছি। নালা-নর্দমা থেকে ময়লা-আর্বজনা অপসারণ করেছি। বাড়ই পাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননে যে প্রকল্প ছিল সেটা রিভাইস করেছি। নগর উন্নয়নে এডিপিভুক্ত তিন হাজার ৭শ’৪৩ কোটি ২০ লাখ টাকার প্রকল্প চলমান আছে। বাস্তবায়নাধীন এবং অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী আরো বেশি সুফল ভোগ করবেন।