খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরবর্তী বোয়ালিয়া-হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেন্দ্রনাথ ঘোষ দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ বছর ৩ মাস ২৪ দিন শিক্ষকতা শেষে শনিবার অবসার গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কুমার সাধুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবদুল সবুর খাঁ, অভিভাবক কমিটির সভাপতি শেখ মাহাফুজুল হক, শেখ ইনসান আলী, কাজী সিরাজুল ইসলাম, শিক্ষক হাজিরা খাতুন, বঙ্কিম ঘোষ, আসমা খাতুন ও মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহারসহ ক্রেস্ট প্রদান করেন। এর পূর্বে এ অনুষ্ঠানে গুজব ছেলেধরা ও ডেঙ্গজ¦র সহ সচেতনতা মূলক নানা বিষয়ে আলোচনা করা হয়।