বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট মুক্তাগাছা উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। শনিবার সকালে স্থানীয় আরকে সরকারী উচ্চবিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, মমতাজ বেগম, মো: ফজলুর রহমান, মোহাম্মদ আলী চকদার, মো: আবুল কালাম আজাদ, আবদুর রশিদ, মীর দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ: জলিল, সাধা: সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধা: সম্পাদক নাজিমুদ্দিন প্রমূখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী দিনের খেলায় ৬টি বালক ও ৬টি বালিকা দল অংশগ্রহণ করে।