রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল হক প্রামাণিক। সভাপতি পদে রশীদ বাবু, সহ-সভাপতি পদে আবু তালেব ও মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক পদে মানিক সরকার মানিক, কোষাধ্যক্ষ পদে আবদুর রউফ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম বাবু এবং কার্যকরী সদস্য পদে খন্দকার গোলাম মোস্তফা বাটুল, জয়নাল আবেদীন, জাকির হোসেন ও জাভেদ ইকবাল নির্বাচিত হয়েছেন। এর আগে দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদিকে রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিতদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি হালিম আনসারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, সাধারণ সম্পাদক দুলাল, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম পিয়াল, সহ সভাপতি আলী হায়দার রনী, বাংলাদেশ ফটো জর্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, ভিডিও জর্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এসহানুল হক সুমন।