রংপুর প্রজন্ম সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে রংপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষর্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও স্কুলের পরিত্যাক্ত জায়গায় গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় রংপুরে উচ্চবিদ্যায় মাঠ প্রাংগনে প্রজন্ম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খোরশেদ আলম মিঠুর সভাপতিত্বে বিদ্যালয়ে শিক্ষর্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল মুযন আযাদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, মফিজ উদ্দিন সরকার, শাহ মো. আল আমীন রুহূ আমিন, মামুদুন্নবী। অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর প্রজন্ম সমাজ কলাণ পরিষদ এর সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু। সহযোগীতায় বিশ^জিৎ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।মাসব্যাপী কর্মসুচীতে রংপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রায় বিশ হাজার গাছের চারা বিতরণ ও রোপন করা হবে।