ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত পরিবহন কর্মচারী কামরুজ্জামান (৩৫) সুস্থতা বোধ করায় কুড়িগ্রামে এসেছিলেন পরিবারের কাছে। বৃহস্পতিবার আবারো অসুস্থ হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঐ রোগ চিহ্নিতকরণের কোন ব্যবস্থা না থাকায় শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে রোগীটি ঢাকায় সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। কামরুজ্জামান কুড়িগ্রাম শহরের সর্দারপাড়ায় মৃত: রফিক সর্দারের পূত্র। তিনি ঢাকার মোহাম্মদপুরের হক স্পেশাল কাউন্টারে চাকুরীরত।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কর্মরত একাধিক সেবিকা ও কর্মচারী জানান, ডেঙ্গু রোগের লক্ষ্মণ নিয়ে গত কয়েকদিনে ১৫/১৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাদেরকে ঢাকায় চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহিনুর রহমান সরদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রচন্ড জ¦র নিয়ে রোগীটি হাসপাতালে ভর্তি হয়। তাকে জ¦রের চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে রোগীটি জানান, ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করে তার আইসিটি ফর ডেঙ্গু পজেটিভ সনাক্ত হয়েছিল। একটু উন্নতি বোধ করায় বাড়ীতে চলে আসে। আবারও অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পরদিন রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
কুড়িগ্রাম হক স্পেশাল কাউন্টারের ম্যানেজার হেলাল মিয়া জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে পুনরায় ঢাকা সোহরাওয়ার্দ্দী হাসপাতালে নেয়া হয়েছে।
কুড়িগ্রামের পৌর মেয়র আবদুল জলিল জানান, দু’সপ্তাহ ধরে পৌর কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্ম বিরতী পালন করায় মশা নিধন কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা প্রদান ব্যহত হচ্ছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা; এসএম আমিনুল জানান, হাসপাতালে একজন রোগী ভর্তি হবার খবর জেনেছি। এ ছাড়া জেলায় আর কোন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে ডেঙ্গুর জীবাণুবাহী মশার বিস্তার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা ধরণের কর্মসূচি স্বাস্থ্যবিভাগ নিয়েছে।