বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গবাদি পশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেল কয়েক দিনে এই রোগে অন্তত ২৫ টি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও বেশকিছু গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও এই রোগে আক্রান্ত পশুকে বাঁচানো সম্ভব হচ্ছে না। ফলে এই উপজেলার কয়েকটি গ্রামের মানুষ তাদের গবাদি পশু নিয়ে চরম দুশ্চিতায় পড়েছেন।
জানা যায়, হঠাৎ করেই নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ও থালতা মাজগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে গবাদি পশুর মধ্যে খুরা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ১০ দিনে হাটকড়ই, কৃষ্ণপুর, মালঞ্চা, আমড়া গোহাইল, গোপালপুর, তৈয়বপুর, গুলিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে বেশকিছু গরুর এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
এর মধ্যে হাটকড়ই গ্রামের নওদাপাড়ার কালিচরনের একটি, সুবাশ চন্দ্রের একটি, নিখিল চন্দ্রের দুইটি, গিরিসাধুর দুটি, গোপালপুর গ্রামের নবীন সরদারের একটি, লক্ষণ চন্দ্রের একটিসহ ২৫ টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি গরুর অবস্থা খুবই গুরুত্বর বলে জানা গেছে। খুরা রোগ দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু পালন কারীরা। আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেকটা দিশেহারা তারা।
ভুক্তভোগী সুবাশ চন্দ্র জানান, প্রথমে গরুর পায়ে ক্ষতচিহ্ন দেখা যায়। এরপর কাঁপুনি দিয়ে জ¦র আসে। মুখ দিয়ে লালা ঝরে। রোগাক্রান্ত গরুটি হাঁটাচলা করতে পারে না। কোনো প্রকার খাবার খেতে পারে না। স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকের মাধ্যমে দেওয়া হয় ভ্যাকসিন। এরপরও এই রোগে আক্রান্ত গরুকে বাঁচানো যাচ্ছে না।
এদিকে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসাসেবা কার্যক্রম একেবারেই ভেঙ্গে পড়েছে। রোগাক্রান্ত পশুর ব্যাপারে পরামর্শ নিতে অনেক সময় সরকারি প্রাণিসম্পদ অফিসে গিয়েও কাউকে পাওয়া যায় না। এই সময়েও বাণিজ্যিকভিত্তিতে পশুর চিকিৎসা দেওয়া নিয়ে ব্যস্ত থাকেন বলে তারা অভিযোগ করেন।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুল ওয়াহেদ বলেন, কয়েক দিনে তার কৃষ্ণপুর গ্রামে ৬-৭ টি গরু মারা গেছে। এতে করে গরু পালনকারীরা দিশেহারা পয়ে পড়েছে। তবে খুরা রোগে গরু আক্রান্ত হলেও সরকারি কোন চিকিৎসক চিকিৎসা দিতে আসেনি বলে তিনি দাবি করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম বলেন, গত কয়েক দিনে খুরা রোগে আক্রান্ত হয়ে কিছু গরু মারা গেছে। তারা মাঠ পর্যায়ে খুরা রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া চাহিদার তুলনায় খুরা রোগের ভ্যাকসিন অপ্রতুল।