বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক শারিরীক প্রতিবন্ধির গোয়াল ও বসতঘর ভাংচুর করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার অন্তঃস্বত্তা মেয়েসহ দুই মেয়ে আহত হয়েছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিতলমারী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মাহরুখ চৌধুরী জানান, আহত জাকিয়া বেগম (২২) আট মাসের গর্ভবতী। তার অবস্থা আশংকাজনক। আহত আরেকজন হল ছাত্রী সাইমুম বেগম (১৯)। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, সাইমুম বেগম (১৯) চিতলমারী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী বলে তার পরিবার জানায়। চিতলমারীর শিবপুর গ্রামের শারিরীক প্রতিবন্ধি হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহর মেয়ে।
প্রতিবন্ধি হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, শিবপুর গ্রামের হাসেম মোল্লার ছেলে সবুর মোল্লার নেতৃত্বে শুক্রবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। হামলার সময় তারা গোয়ালঘর হতে দুইটি গরু ধরে নিয়ে গেছে। একটি গোয়ালঘরের দেয়াল ভেঙ্গেছে ও বসতঘরের আংশিক। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের নিকট অভিযোগ করেছেন বলে জানান ওয়ালিউল্লাহ।
অপরদিকে, সবুর মোল্লা এই হামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করেন।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) মীর শরিফুল হক জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।