নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটি হতে খুলনাগামী রুপসা ট্রেন থেকে পড়ে লিয়াম ইসলাম নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিলাহাটি হতে ডোমার আসার পথে ট্রেনের দরজায় দাড়ানো থাকা লিয়াম মির্জাগজ্ঞ এলাকায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে ডোমার পৌরসভার ধনীপাড়া এলাকার আবদুল মাতিমের ছেলে ও ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান ট্রেন থেকে পড়ে লিয়ামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি থানার সাথে যোগাযোগ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।