আসন্ন কোরবানীর ঈদের আগে নীলফামারীর ডোমার উপজেলার চলাচলের অযোগ্য প্রধান সড়কটি সংস্কার করা না হলে আগামি ১৮ আগস্ট অর্ধ্য দিবস হরতালের ঘোষনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১ টা হতে প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে রেলঘুন্টি মোড়ে ঘন্টাব্যাপি মানব বন্ধন শেষে ওই ঘোষনা দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মঞ্জুরুল করিমকে ডোমারে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে মানব বন্ধনে সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, দন্ত চিকিৎসক ডা. ওমর ফারুক, স্থানীয় সংবাদ কর্মী ইয়াছিন মোহাম্মদ সিথুন, আনিছুর রহমান মানিক, ছাত্রনেতা রাশেদুল ইসলাম আপেল, সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মো. মঞ্জুরুল করিম বলেন, ওই সড়কের কাজের দরপত্র হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে, এখন বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। ঈদের পরে কাজ শুরু করবে ঠিকাদার। এখন অল্প পরিষরে হলেও কিছু সংস্কার করা হচ্ছে। কাজটি করতে কিছু সময় তো দিতে হবে।