ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি আল মুক্তাদির শাহিন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছেন বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে নাহড়া বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনকেও সংবর্ধনা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ উপলক্ষে নাহড়া বাজারে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেক সিদ্দিকী অপুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রুবেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, বাকসুর সাবেক ভিপি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আবদুর রফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আনিসুর রহমান পলাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উমর ফারুক স্বাধীন, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সুমন।
বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।