পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে ও জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় শনিবার সকালে জেলার দশটি উপজেলায় একযোগে ১০ লাখ খেজুর গাছের বীজ বপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ১০ লাখ করে সর্বমোট এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
তিনি জানান, জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ বছর জেলার ১০টি উপজেলায় এক কোটি খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহন করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতেই এবার খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতায় শনিবার সকাল ১০টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে খেজুর গাছের বীজ বপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তার উদ্বোধণের সাথে সাথেই জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, স্কুল-কলেজে একযোগে খেজুর গাছের বীজ বপন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির বেঁধে দেয়া তিন মাসের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বরিশালে যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার
এফএনএস (বরিশাল প্রতিবেদক) : জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়ারচর সংলগ্ন পান্ডব নদী থেকে অজ্ঞাত যুবতীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবতীর লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
বরিশালে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট
এফএনএস (বরিশাল প্রতিবেদক) : যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে ১২টি দলের অংশগ্রহণে শনিবার সকালে মাসব্যাপী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়েছে।
স্থানীয় ছাত্র সমাজের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধণ করেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন। এ সময় বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানিক হাসান রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধণী খেলায় আলোকিত ছাত্র সমাজ ১-০ গোলে যুগিরকান্দা ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।