শনিবার নওগাঁর রাণীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও বীর শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কেক কেটে বর্ণাঢ্য র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বেলজার রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,আইন বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ মিতু,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সবুজ। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।#
রাণীনগরে দু’জন গ্রেফার ॥ মাদক উদ্ধার
এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ১১ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানা মূলে আরো একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,শুক্রবার সন্ধ্যায় উপজেলার চকাদীন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বিজয় শাখারীর ছেলে অজিত শাখারী (৫৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১১পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। অপর দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে একটি মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি দেলোয়ার হোসন (২৪) কে গ্রেফতার করা হয়। দেলোয়ার ভবানীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে।