নওগাঁর রাণীনগরে মটরসাইকেলর নিয়ন্ত্রন হারিয়ে নোমান আহম্মেদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে দূর্ঘটা ঘটলে শনিবার ভোর রাতে মারা যান তিনি। নোমান উপজেলার রাতোয়াল রাখালগাছী গ্রামের আবদুল জলিল প্রামানিকের ছেলে। সে আবাদপুকুর মহা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল অনুমান সাড়ে ৮টা নাগাদ নিজ বাড়ী থেকে মটরসাইকেল যোগে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাতোয়াল বাজারে যাচ্ছিলেন। এ সময় বাজারের অদুরে রাস্তায় একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্র হারিয়ে পরে যান নোমান। এতে মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া হাসপাতালে স্থানান্তর করে। এরপর রাতেই বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করলে ঢাকায় নেয়ার পর ভোর তিনটা নাগাদ মারা যান।