২৭জুলাই শনিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ গাঁজার গাছ সহ ২ ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী নীলকণ্ঠ গ্রামের গোবিন্দ চন্দ্র বর্ম্মণের বাড়ীর উঠান থেকে ২৭ জুলাই শনিবার সকালে ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে। এ সময় বাড়ীর মালিক গোবিন্দ চন্দ্র বর্ম্মন(৫৫) ও তার ভাই অনন্ত বর্ম্মণ(৪৫)কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে। বাড়ীতে মহাদেব পুজার জন্য গাঁজার গাছটি চাষ করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।