নীলফামারীতে ট্রেন থেকে পড়ে লিয়াম নামের পঞ্চম শ্রেনীর এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিয়াম জেলার ডোমার উপজেলার চিকনমাটি ধনীপাড়া গ্রামের আব্দুল মাতিনের ছেলে ও ডোমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। লিয়ামের বাড়ীর পাশেই ষ্টেশন। তাই ইচ্ছে করেছিলো তার ট্রেনে চড়ার। এরই জেরে গতকাল শুক্রবার বিকালে রুপসা ট্রেনে ডোমার থেকে চিলাহাটি যায় লিয়াম। ট্রেনে চড়ে চিলাহাটি গিয়ে সেখানে কিছু সময় ঘুরে বেড়ানোর পর আবার ঐ ট্রেনে চড়ে বাড়ি আসছিলো লিয়াম। ট্রেনটি ডোমারে আসার সময় মির্জাগঞ্জ ষ্টেশন সংলগ্ন ভাসানী পাড়ায় ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় লিয়াম। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জিআরপি থানার সাথে যোগাযোগ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।