নীলফমারী জেলা সদরের কুন্দপুকুর দোলাপাড়া নামক স্থানে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ৭টি খুঁটি যাতায়াতের রাস্তায় ও ফসলি জমিতে ১ মাস ধরে উপড়ে পড়ে রয়েছে। দীর্ঘ এ সময়েও কর্তৃপক্ষ খুঁটিগুলো মেরামত না করায় চরম আতংক ও ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর পাওয়ার গ্রীড হতে আসা নীলফামারী সুটিপাড়া সাবষ্টেশনের লাইনটির তার সহ ৭টি বৈদ্যুতিক খুঁটি নীলফামারী জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের দোলাপাড়া নামক স্থানে প্রায় ১ মাস পূর্বে ফসলি জমি, পুকুর ও যাতায়াতের পাকা রাস্তায় পড়ে যায়। এলাকাবাসী তাৎক্ষনিকভাবে স্থানীয় বিদ্যুৎ অফিসে জানালেও তারা অদ্যাবদি খুঁটিগুলো মেরামতের উদ্যোগ নেননি। ফলে স্থানীয়রা চলাচলের জন্য বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের তার ও খুঁটিকে কোন রকম দাঁড় করিয়ে চলাফেরা করছেন। এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে থাকেন। পথচারীরা বলছেন এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন তারা। স্থানীয় বাসিন্দা আকতারুজ্জামান, মাসুদ রানা, সেলিনা বেগম সহ অনেকেই জানান, বিদ্যুতের লাইনটিতে ১১ মাস পূর্বে নতুন খুঁটি ও তার স্থাপন করেন। কাজের মান ভালো না হওয়ার কারনে ১১ মাস যেতে না যেতেই ৭টি খুঁটি উপড়ে পড়ে, তার সাথে আরো কয়েকটি খুঁটি পড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। খুঁটি গুলো পড়ে যাওয়ার ১ মাস পার হয়ে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে নেসকো নির্বাহী প্রকৌশলী (অ:দা:) নওশাদ আলম জানান, ১১ মাস পূর্বে ৩৩ কেভি বিদ্যুতের এই লাইনটি পিডিবি নতুন ভাবে সংস্কার করেন। মাটি নরম হওয়ার কারনে হয়তোবা বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়েছে, দ্রুত খুঁটি গুলো মেরামত করা হবে।