ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে গুজব বিরোধী সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ। শনিবার উপজেলার শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে গুজব বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন হরিণাকুন্ড থানার ও.সি আসাদুজ্জামান। এ সময় তিনি ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের উদ্দেশ্যে ছেলে ধরা গুজবে কান না দিয়ে কারো প্রতি সন্দেহ হলে থানা পুলিশকে সংবাদ দেওয়ার আহবান জানান।