ঝিনাইদহের হরিণাকুন্ডতে উপজেলার রামনগর গ্রাম থেকে শুক্রবার রাতে ২০ গ্রাম গাঁজা সহ এক সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাগর ঐ গ্রামের আলী হোসেনের ছেলে। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঐ গ্রামে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সাগর হরিণাকু-ু থানার মাদক মামলার আসামী। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।