ঝিনাইদহের হরিণাকুন্ডতে বাল্য বিবাহের অপরাধে বিবাহ রেজিঃ কাজী, কণের পিতা ও বরকে বিভিন্ন মেয়াদে কারাদ্বন্ড করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি শুক্রবার রাতে উপজেলার হরিশপুর গ্রামে বাল্য বিবাহের অপরাধে এই কারাদ্বন্ড প্রদান করেন।
হরিণাকু-ু থানার কর্মকর্তা ইনচার্জ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে উপজেলার হরিশপুর গ্রামে বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে বিবাহ রেজিষ্ট্রার কাজী লুৎফর রহমানকে ৬ মাস, কণের বাবা আকবার মন্ডলকে ৬ মাস ও বর ইমারুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।