বজলুর রহমান (৪২)। মাঠের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সংসারের অভাব অনটনের মধ্যে একসময় নিঃস্ব হয়ে পড়েন। একদিন তার মনে ইচ্ছে জাগে গরুর খামার করার। তার এই ইচ্ছে শক্তি থেকে গরুর খামার করে এখন তিনি স্বামলম্বী। বজলুর রহমান রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের মৃত অবায়দুর রহমানের ছেলে।
জানা যায়, বজলুর রহমানের পরিবারে অভাব-অনটন ছিল তার নিত্য দিনের সঙ্গী। সংসারের একটু সুখের কথা চিন্ত করে গরুর খামার দেন। গরু পালন করার পর থেকে গরুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মনের ইচ্ছে শক্তি থেকে গরুর খামার করে এখন তিনি স্বাবলম্বী। তিনি খামার থেকে বছরে আয় করেন প্রায় তিন লাখ টাকা। অন্য দিকে গরুর গোবর বিক্রি করেও প্রতি মাসে অতিরিক্ত টাকা আয় করনে। তবে তিনি সরকারের পৃষ্ঠপোষকতা পেলে একজন সেরা খামারি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
শ্রম বিক্রির চেয়ে পরিকল্পিতভাবে গরু পালন করলে কোনো পরিবারে অভাব ঢুকতে পারবে না, এমন বিশ্বাস তার। বজলুর রহমান ১৫ বছর বয়সে বাবা এবং ৭ বছর বয়সে মা মারা গেছে। তিনি মাঠে ঘাটে শ্রম বিক্রির পাশাপাশি গরু পালন শুরু করেন। প্রতি বছর কোরবানির ঈদের পর পর বাছুর গরু কিনে পালন করেন। আর বিক্রি করেন কোরবানিকে সামনে রেখে। গরু বিক্রি করে লাভের টাকা ব্যাংকে সঞ্চয় করছেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য।
প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করার পাশাপাশি তিনি মাছ চাষ করেন। পশু মোটাতাজা করতে রাসায়নিক দ্রব্যাদি ও স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে না। তার ফার্মে বর্তমানে ১০টি গরু রয়েছে। প্রতিটি গরু ২৫-৩০ হাজার টাকার মধ্যে কিনে ১০ মাস লালন পালন করে কোরবানিকে সামনে রেখে বিক্রি করেন। তিনি প্রতিটি গরু ৭০-৮০ হাজার টাকায় বিক্রি করেন। ইতোমধ্যে তিনটি গরু বিক্রি হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকায়।
বজলুর রহমান বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির জন্য গরু পালন করছি। গরু পালন করে এখন অনেকটায় স্বাবলম্বী হয়েছি। আমি একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন করছি। কোনো ধরনের ওষুধ ব্যবহার করিনা। প্রকৃতিক খাবার খাইয়ে পালন করা গরু বেশি দামে বিক্রি হয়। খৈল, গমের ভূষি, চালের কুড়া, ভাত খাইয়ে গরু গালন করছি।
আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ বলেন, বজলুর রহমান প্রাকৃতিক খাবার খাইয়ে গরু পালনে একটি মডেল। তিনি গরু পালন করে স্বাবলম্বী হচ্ছেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল কাদির বলেন, বজলুর রহমান শুভবুদ্ধির পরিচয় দিচ্ছেন প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালন করে। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি কমে যাবে। এ ছাড়া উপজেলার বেশ কয়েকজন খামারির মধ্যে তিনি একজন। তার খামারের প্রতি উৎসাহিত হয়ে এলাকার অনেক বেকার যুবক বিভিন্ন স্থানে খামার করছেন।