ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানায় মশাখালী টানপাড়া গ্রামে দুই বাড়িতে গত শুক্রবার গভীররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইসেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হয়। খবর পেয়ে পাগলা থানার পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডাকাতদলের হামলায় ও গুলিবিদ্ধ হয়ে আফাজ উদ্দিন (৪২) ও তার স্ত্রী শায়লা (৩০) আহত হয়। গুলিবিদ্ধ আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার গভীররাতে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী টানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ও শামছুল হকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজার ভেঙে অস্ত্রের মূখে দুই পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। পরে ঘরের ভিতর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইসেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিয়ে ডাক চিৎকার করতে চাইলে ডাকাতরা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের আঘাতে মারপিটসহ গুলি করে। এতে মৃত হাবিবুর রহমানের মেয়ে জামাই আফাজ উদ্দিন গুলিবিদ্ধ ও তার স্ত্রী শায়লা আহত হয়।
পাগলা থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।