বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছসেবলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছসেবলীগের উপজেলা সভাপতি মো. ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আ.লীগ যুগ্ন-সম্পাদক জসীম সরদার, উপজেলা স্বেচ্ছসেবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, গৈলা ইউনিয় পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু আ.লীগ কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী আওলাদ হোসেন।
আগৈলঝাড়ায় প্রশাসন খেঁজুরের বীজ রোপন করেন
এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় খেজুরের বীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়নের উদ্যেগে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাসের ফুল্ল¬শ্রী নামক স্থানে এই কর্মসুচীর উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা আবদুর রইচ সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, উপজেলা স্যানেটারী ইনেপ্টের সুকলাল শিকদার, শিক্ষক মোস্তাফিজুর রহমান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে একলক্ষ খেঁজুরের বীজ রোপন করা হবে।