বরিশাল জেলা আগৈলঝাড়া উপজেলায় ইয়াবা ব্যবসায়ী তিন জন ও নারী-নির্যাতন মামলার আসামি ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার সকালে গ্রেফতাকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানাগেছে।
আগৈলঝাড়া থানার মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের নির্মল দাসের ছেলে ইয়াবা ব্যবসায়ী মনোতোষ দাসকে নিজ এলাকা থেকে ১শত পিচ ইয়াবাসহ ও তার সহযোগী একই এলাকার বাধন দাস, একই উপজেলার বাগধা গ্রামের আবু মিয়ার ছেলে নুরুল ইসলামকে ৫৩পিচ ইয়াবাসহ বাগধা বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে নারী-নিযার্তন, মাদক ও মারধরের মামলার ওয়ারেন্ডভুক্ত পলাতক আসামি জবসেন গ্রাম মনির মোল্য, রাজাপুর গ্রামের রবিন অধিকারী, চাঁদত্রিশিরা গ্রামের আনোয়ার হোসেন, বাশাইল গ্রামের সুজন মৃধা, গৈলা গ্রামের দীপ বাড়ৈ, বাহাদুরপুর গ্রামের সমীর মন্ডল, নগরবাড়ি গ্রামের হুমায়ন কবির ও আমবৌলা গ্রামের আক্তার খানসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।