বগুড়ায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। ইত্বমধ্যই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮ জন রোগী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন । এদের অধিকাংশই রাজধানী ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আক্রান্তদের মধ্য বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ,চাকুরীজীবী.শ্রমজীবি পিশাজীবি রয়েছেণ ।
প্রাথমিক ভাবে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাদের ডেঙ্গুরোগী হিসাবে চিহ্নিত করতে সক্ষম হন সংশ্লিষ্ঠ ডাক্তাররা । পরে রক্ত পরীক্ষায় তাদের সকলেরই শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে বলে জানিয়েছে শজিমেক কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে শজিমেক হাসপাতালের একটি দায়িত্বশীল সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার এ বিষয়ে প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের আনুষ্ঠানিক এ বিষয়ে জানানো হবে। একটি দায়িত্বশীল সূত্রে জানানো হয় ডেঙ্গু নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানায়, এর বেশ কয়েকদিন আগে কয়েকজন ডেঙ্গু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। অপর দিকে আক্রন্তদের মধ্য গত দু’দিন আগে শজিমেক থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসার পর ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ ব্যপারে খোজ নিয়ে জানা গেছে , গত প্রায় এক সপ্তাহ আগ থেকে দুই একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হতে থাকেন । পরে গত ৪৮ঘন্টায় কমপক্ষে ১৫জন ডেঙ্গু রোগী হাসপাতালে পর্যায় ক্রমে ভর্তি হন। দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও একজন রোগী ভর্তি হন বলে জানা যায় ।
গত কয়েক দিনে শজিমেক হাসপাতালে ২৮ জন রোগী জ্বরে আক্রান্ত হয়ে আসেন। তাদের মধ্য ৫জন নারী শিক্ষার্থী এবং অন্যরা পুরুষ । হাসপাতালে তাৎক্ষণিকভাবে তাদের রক্ত পরীক্ষা করে শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তাদের হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে ২৫ জন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ও তিনজন কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ী নওগাঁ,জয়পুরহাট,ও সিরাজগঞ্জ জেলায়।তাদের প্রায় সকলেই রাজধানী ঢাকায় অবস্থান কালে ডেঙ্গুতে আক্রান্ত হবার পর বগুড়া চলে আসেন এবং শজিমকে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন ২৮ জনের মধ্যে যাদের নামপরিচয় জানা গেছেঃ তারা হলেন- শেরপুর উপজেলার কল্যাণী গ্রামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে কুলসুম ,পরমাণু চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা ডা. আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের লাবনী আকতার,বগুড়া শহরের সুত্রাপুর এলাকার আজাদ, একই গ্রামের মুক্তার হোসেন , সদরের বেজোড়া গ্রামের মানিক, জেলার গাবতলী উপজেলার মাড়িয়া গ্রামের সনি আলম,মহিষাবান এলাকার আসাদুল, একই উপজেলার রসুলপাড়ার কনক, সারিয়াকান্দির রতন, বগুড়ার ধাওয়াপাড়ার শফিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের রাফি, মাড়িয়া গ্রামের সনি আলম, ধুনটের মথুরাপাড়ার শাহীন, শাজাহানপুর শাবরুল গ্রামের পারভেজ, জয়পুরহাটের পাঁচবিবি এলাকার সাইদুল, একই এলাকার রেদওান হোসেন, একই জেলার উলিপুর গ্রামের বর্ষণ, দোগাছি এলাকার রবিউল, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রশিসাপুর গ্রামের সোহেল রানা, একই উপজেলার নাটুয়াপাড়া গ্রামের ইউপি সদস্য ফজলুল হক, জগন্নাত বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী শাহজাদপুর উপজেলার গারাদহ এলাকার শ্রাবণী রাণী ও নওগাঁ সদরের পার নওগাঁ এলাকার জিসান, কাঠ ব্যবসায়ী কাজীপুরের সোহেল।