বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলএসডি (সরকারী খাদ্য গুদাম) -এ ১৪৩ টন চাল নেপালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার সহযোগি রকির চাতাল থেকে রকিসহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাকিমের নেতৃত্বে ছয়টি গাড়িতে করে আনুমানিক ২০০ শত বস্তা করে (প্রতি গাড়িতে) ৬টি গাড়িতে করে ধান দেয়ার সময় স্থানীয় নেতা আটক করে বৃহস্পতিবার আটকে দিয়েছে। এর পর রাতে আবার ঐ ধান প্রভাবশালী নেতাদের সহযোগিতায় গোডাউন থেকে সরিয়ে ফেলা হয়। আটককারীদের অভিযোগ কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করে বিভিন্ন নামে উল্লেখিত ব্যক্তিরা ধান দিচ্ছে আর এ কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ কৃষক। একই সাথে এর প্রতিবাদ করলে ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম উজ্জল, সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিম রানা, রুবেল, সেলিমকে ২৫ জুলাই বিকাল ৫টায় একই এলাকার ২নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন ও তার পুত্র ছাত্রলীগনেতা হাকিম, রতন, স্বপন, রুস্তম, রফিকুল, বুলবুল, রকি, হানিফ মারপিট করে আহত করে। এর পরিপ্রেক্ষিতে ঐদিন রাতেই উজ্জল মেম্বার গাবতলী থানায় এজাহার দায়ের করেন বলে উজ্জল জানান। এসময় পতিপক্ষরা রাত ১২টায় সুখানপুকুর এলএসডি থেকে উল্লেখিত ধান সরিয়ে ফেলে বলে তার অভিযোগ। তিনি আরও জানান, এঘটনায় ২নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন ও তার পুত্র ছাত্রলীগনেতা হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ১৪৩ টন ধান সাবেক চেয়ারম্যান পেস্তার নামে বেনামে দেয়ার অভিযোগ ভিন্নখাতে প্রবাহের চেষ্টায় ২৬ জুলাই জুমার নামাজের পর মারপিটের অভিযোগে ৩নং ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম উজ্জলকেও পুলিশ আটক করেছে বলে জানিয়েছে তার পরিবার। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে এ ঘটনার বিষয়ে ইউপি মেম্বার নুরুল ইসলাম উজ্জল বলেছেন, ২৫ জুলাই বিকাল ৫টায় অবৈধভাবে প্রকৃত কৃষকদের ফাঁকি দিয়ে ৬টি ভটভটিতে করে ১৪৩টন ধান সুখানপুকুর এলএসডিতে আনলোড করার সময় আমরা বাধা দেয়ায় আমিসহ আরো ৪জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থল গাবতলী থানা পুলিশ পরিদর্শন করেছেন। অপরদিকে নেপালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিএম মুসা পেস্তা ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই জানিয়ে বলেছেন, রকি তার গোডাউন ভাড়া নিয়েছে সেখানকার চাল সে কোথায় দিল তা আমার জানার বিষয় নয়।