মোল্লাহাট উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোঃ নুরুল ইসলাম বাবুল’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অংশ নেন উদয়পুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব শামিম, আ’লীগ নেতা আব্দুল্লাহ মোল্লা, রেজাল হক শেখ, মফিজুর রহমান শেখ, যুবলীগ নেতা রাহাত মুন্সি, ফারুক শেখ, জেলা ছাত্রলীগ নেতা আহমদ খলিল পরাগ ও প্রয়াত নুরুল ইসলাম বাবুলের পুত্র কে,আর, কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি সাজ্জাদ আল ইসলাম মঈন জাবেদ শিকদার প্রান্ত প্রমূখ। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন-হাফেজ মাওঃ শরীফুল ইসলাম।