যশোরের বেনাপোল থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন. ফেনসিডিল, ইয়াবাসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সোলায়মান হোসেন বেনাপোল পোর্ট থানা এলাকার মহিষাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন ধাবকের ছেলে। শুক্রবার বিকালে যশোর ডিবি অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন ও শামীম হোসেন বেনাপোল এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য বিরোধী অভিযান চালান। তারা মহিষাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন ধাবকের বাড়ি থেকে সোলায়মানকে গ্রেফতার করেন। এসময় আসানুর রহমান ও ওবায়দুর রহমান নামে আরো দু’জন পালিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৩০০ বোতল ফেনসিডিল ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।