ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী চেরাগআলী মার্কেট আফতাব পাম্পের সামনে মহানগর ও থানা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন শহীদের সভাপতিত্বে ও থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুন্নাহার পিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহনগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার আশা, ৫৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ ময়না বেগম, শ্রমিক নেত্রী নুরজাহান মনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খবরের টঙ্গী প্রতিনিধি মুহাম্মদ আলী ভূইয়া, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক আজকালের খবর টঙ্গী প্রতিনিধি মৃণাল চৌধুরী সৈকত, সাপ্তাহিক মহানগর বার্তার নির্বাহী সম্পাদক অমল চন্দ্র ঘোষ, দৈনিক করতোয়ার টঙ্গী প্রতিনিধি আনোয়ার মাস্টার, দৈনিক সমকাল টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসা বাবু, দৈনিক বর্তমান টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা, দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলাটি ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খোলা ফেক আইডি থেকে দেয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ মামলা দায়ের করা হয়েছে। যে ফেক আইডি থেকে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়া হয়েছে তার সাথে ব্যারিস্টার সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই।