যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নে মাসব্যাপী চাইনিজ বার ফুটবল টূর্নামেন্টের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় ছাত্র সমাজের উদ্যোগে বরাকোঠা ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে শান্তির পায়রা উড়িয়ে টূর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মানিক হাসান রাজ।
বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মহাব্বত খান। খেলায় মোট ১২ টি দল অংশ গ্রহণ করেন। প্রথম দিনের খেলায় আলোকিত ছাত্র সমাজ ১-০ গোলে যুগিরকান্দা ইউনাইটেড ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।