খুলনার পাইকগাছা থানা পুলিশ ১৭৫ বোতল ফেন্সিডিল সহ সাত্তার হাওলাদার (৫২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শুক্রবার বিকালে পুলিশ উপজেলার ষষ্ঠিতলার বাজারে সাত্তারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ কেজি খালি ধানের শীষ মার্কা চাউলের বস্তা থেকে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করেন। সে ৪ বছর পূর্বে রাড়–লী ইউনিয়নে তাঁর ভাইরা ভাই মৃত. ইউনুছ গোলদারের পরিচয় ধরে এখানে বসতবাড়ী করে। সাত্তার পিরোজপুর জেলার জিয়ানগরের বালীপাড়া গ্রামের মৃতঃ সাঈদ হাওলাদের ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, সাত্তার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে মাদক ব্যবসা করে আসছে এবং তাঁর নামে মামলাও রয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।