রুপপুর বালিশ কান্ডের রেশ কাটতে না কাটতে এবার সাতক্ষীরার শামনগরে ব্যায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস ক্রয় নিয়ে পুকুর চুরির ঘটনা ঘটেছে। বাজারে মাত্র সাড়ে সাত হাজার টাকা পাওয়া যাওয়া ঐ ডিভাইস ক্রয়ে সদাসয় কতৃপক্ষ কাগজে কলমে দাম দেখিয়ে পঁচিশ হাজার টাকা।
যা নিয়ে খোদ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা পর্যন্ত তীব্র আপত্তি জানিয়েছে। তবে সবকিছুকে তুচ্ছজ্ঞান করে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ দামে ক্রয় কৃত ঐ ডিভাইস সরবরাহ করেই চলেছে।
উল্লেখ্য শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বিদ্যালয়ে যথাসময়ে প্রতিষ্ঠানে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য শিক্ষা অফিদপ্ত ও মন্ত্রনালয় ব্যায়েমেট্রিক হাজিরা সংবলিত এই ডিভাইস পদ্ধতির প্রচলন শুরু করেন।
মন্ত্রনালয় এবং শিক্ষ অফিদপ্তরের পরিপত্রের আলোকে জানা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের নিয়মিত যথাসময়ে আগমন প্রস্থান নিশ্চিত করতে ব্যায়োমেট্রিক হজিরা ডিভাইস চালু করা হয়। সে মতে প্রতিটি উপজেলা সদরের একটি একট করে সার্ভার স্থাপন করে প্রতিনিটি বিদ্যালয়ের শিক্ষকদের গতিবিধি পর্যবেক্ষনেরও ব্যবস্থা করা হয়। যার সার্ভাও থাকবে উপজেলা সদরে।
অনুসন্ধানে জানা যায় যুগপযোগী এ বিষয়টিকে বাস্তবে রুপ দিতে গত মার্চ/এপ্রিল মাসে একদসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয় উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে।
পরবর্তীতে আরও জানা যায় বিশেষ কারন বশতঃ আকস্মিকভাবে গত ২ জুন পৃথক একটি পরিপত্র জারি করে পুর্বেও ঐ পরিপত্রের কার্যক্রম স্থগিত করা হয় এবং পুর্বের নির্দেশ মোতাবক প্রতিটি বিদ্যালয়ের সভাপতি ও পধান শিক্ষকের মাধ্যমে ব্যায়োমেট্রিক হাজিরা ডিভাইস ক্রয়ের পথ উম্মুক্ত করে দেয়া হয় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।
কিন্তু অভিযাগ উঠেছে তৃতীয় পরিপত্র প্রাপ্তির আগেই উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান মিলন অনেকটা তাড়াহুড়া করে এসব ডিভাইস ক্রয়ে মনোনিবেশ করেন। এবং এবং দ্বিতীয় পরিপত্রের বিষয়পি বেমালুম চেপে যেয়ে সবল প্রতিষ্ঠানের জন্য একই ডিভাইস হলে ভাল রেজাল্প পায়া যাবে- এমন ধারনা দিয়ে উপজেলা শিক্ষা কমিটির সদস্যসহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার গুরুত্বপুর্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বিষযটি নিয়ে পারামর্শ করেন।
পরক্ষনে শিক্ষা কমিটির সদস্য সকল সদস্য সম্মত হন যে হন যে স্ব স্ব প্রতিষ্ঠান যদি ঐ ডিভাইস ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয় করে তবে নানামুখী সমস্যা দেখা দিরে। সেক্ষেত্রে উপজেলা সদরের সার্ভারের বসে প্রতিটি বিদ্যালয়ের কার্যক্রম তদারকিতে বিড়ম্বনা হতে পারে।
যদিও না প্রকা না করার শর্তে অন্তত পঞ্চাশ জন শিক্ষক জানান সাড়ে সাত টাকার টাকার ডিভাইস পঁচিশ হাজার টাকয় ক্রয়ের বিষয়ে সকলেই একমত হযেছিল মুলত ৩৬ লাখ টাকার ভাগ বাটোয়ারার দুভিসন্ধি নিয়ে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি ডিভাইস সরবরাকারী প্রতিষ্ঠান ভিন্ ভিন্ন হতে পারে। কিন্তু তাদেও রেজাল।ট ভিন্ন ভিন্ন হতে পারে- এমন দাবি করে সকলকে একই কোম্পানীর থেকে এসব ডিভাইস কিনতে বাধ্য করার ক্ষেত্রে অনেক বড় আর্থিক লেনদেন জড়িত। উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সবাই ্ই উদ্বৃর্ত্ত টাকার ভাগ পেয়েছে বলেও তাদের অভিযোগ।
শত শত প্রাধান শিক্ষকের অভিযোগ শুধু এই একটি বিষয়ের অনুসন্ধান করলে দুদুক উপলদ্ধি করতে পারবে যে শ্রামনগর উপজেলা উপজেলঅ শিক্ষা অফিসারের দুর্নীতি কোন পর্যায়ে ঠেকেছে।
এসব প্রধান শিক্ষকদের পাশাপাশি কয়েকজন বিদ্যালয়ে পরিচালনা পরিচালনা পরিষদেও সভঅপতিও অভিযোগ করে বলেন ব্যায়োমেট্রিক হাজিরা ডিভাইস কেনার জন্য প্রধান শিক্ষখ ও সভাপতির উপর অধিদপ্তরের দায়িত্ব থাকা সত্¦েও উপজেলায় মিটিং করে শিক্ষা অফিসারের মাধ্যমে কয়েক দালাল শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে ঐ উদ্বৃর্ত্ত ৩৬ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার জন্য। তারা সদাসদয় দুদক চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রী সহ শিক্ষা মন্ত্রী দ্বয়ের দ্রুতহস্তক্ষপ কামনা করেন।
তবে এবিষয়ে শিক্ষা অফিসার মো: আক্তারুজ্জামান মিলন বলেন, উপজেলা পরিষদেও মিটিং এ সবাই মিলে সিদ্ধান্ত নেয়ায় আমার কিছুই করার ছিল না। তবে বিদালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষকের মাধ্যমে ডিভাইসটা ক্রয়ের কথা প৫রিপত্রে ছিল। তবে দাম সাড়ে সাত হাজারের পরিবর্তে পঁচিশ হাজারের বিষয়ে প্রশ্ন করা করা হলে তিনি চা পানের দাওয়াত দেন।