বাগেরহাট জেলা সদরের দড়াটানা সেতু থেকে নামতে গিয়ে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা আহত ১৫ জনকে জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া আরও ৫জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, পিরোজপুর থেকে খুলনাগামি একটি যাত্রীবাহি বাস ওই দড়াটানা সেতু পার হয়ে টোল প্লাজার আগে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডানপাশে খাদে পড়ে যায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন বলেন, দূর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত ১৫ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।