নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার সীমান্তে লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে সাত শহিদের কবরস্থানে শুক্রবার দিনব্যাপি ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের এই দিনে অর্থাৎ ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে সাত জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরে শহীদ মুক্তিদ্ধোদের লাশ অন্য মুক্তিযোদ্ধারা বহন করে লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী সীমান্তের ১১৭২ নম্বর পিলার সংলগ্ন স্থানে নিয়ে সমাধিত করেন সেই থেকে প্রতিবছর এইদিনে অর্থাৎ ২৬ জুলাই শহীদের স্বরণে এই দিবসটি পালিত হয়ে থাকে। ঐদিন মরহুম বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক তারা (টাইগার তারা’র) নেতৃত্বে ঐ সম্মুখ যুদ্ধে নেত্রকোনার ডা. আব্দুল আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন শহীদ হয়েছিলেন। এই দিবসটিকে ঘিরে প্রতি বছর নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নাজিরপুরে নির্মিত স্মৃতিসৌধে ও লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এছাড়াও নাজিরপুর যুদ্ধ দিবসের কর্মসূচিতে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী শহীদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অসংখ্য মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহণ করেন। শুক্রবার দুপুর দুইটায় লেঙ্গুড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় ইউএনও মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় জেলা প্রশাসক মঈনউল উসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, মেয়র মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কলমাকান্দা যুদ্ধাহত আঃ খালেক, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন,কলমাকান্দা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন বক্তব্যদেন।