মোল্লাহাটে উপজেলা পর্যায়ে “দেশ ব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯” পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে এক র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধরণ সম্পাদক এম এম মফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ।