কুড়িগ্রামে বাসচাপায় অটোরিকশা দুমড়ে মুচড়ে একই পরিবারের ৩ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মোস্তফা মিয়া নামে তার স্বজনদের নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
পথে কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মোস্তফার শাশুড়ি নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মোস্তফা ও তার স্ত্রী জোৎস্না মারা যান। উন্নত চিকিৎসার জন্য অটোরিকশার চালক মানিক মিয়াকে রংপুর মেডিকেলে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।