ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ বলিদাপাড়া নামক স্থানে নির্মাণাধীন ব্রীজের দুই পাশেই দুটি ভারি যানবাহন আটকে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এভাবে প্রতিদিন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। প্রায় ৪ মাস ধোনে ব্রীজ টি নির্মান কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার।প্রতিদিন এ ব্রিজের কারনে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের বলিদাপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মানের কাজ চলছে। ৪ মাস ধোরে যান চলাচলের জন্য মাটি দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে সেটিতে নাম মাত্র রাস্তার পূর্বপাশে কোন রকম মাটি দিয়ে রাস্তা বানালে ও সেটা দিয়ে ভারি কোন যানবাহন চলাচল করতে পারে না। বুধবার রাতে প্রবল বর্ষণে কারনে কালভার্টের বিকল্প একটি পথে যাওয়ার সময় ট্রাকটি কাদামাটিতে আটকে যায়। এতে মহাসড়কের দুই পাশেই সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত গাড়ি। কোন ভাবেই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম, কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালালেও গাড়ি চলাচল স্বাভাবিক করতে পারেনি। প্রায় ৪ কিলেমিটার জুড়ে মহাসড়কে যানবাহন আটকিয়ে রয়েছে। বেশি সমস্যায় পড়ছে যাত্রিবাহি বাস গুলো।বাসে থাকা এক যাত্রী কারিবুল হোসেন বলেন, সকাল থেকে এখানে আটকে আছি। খুলনা যাবেন তিনি কিন্তু কখন যান চলাচল স্বাভাবিক হবে সেই চিন্তায় আছি। প্রচন্ড গরমে দুর্বিসহ সময় পার করছি। কালভাটের কাজ চলছে ৪ মাস ধরে কিন্তু এখনো কাজের কিছুই হয়নি । মহাসড়কের এক পাশে নির্মান কাজ হচ্ছে এবং অপর পাশে মহাসড়কের অর্ধেক রাস্তা রয়েছে তার পাশে নরম মাটি দিয়ে বিকল্প রাস্তা করেছে। নরম মাটিতে গাড়ি গেলে মাটিতে চাকা দেবে গিয়ে গাড়ি আটকিয়ে যাচ্ছে। আর তখন হচ্ছে যানজটের সৃষ্টি।
প্রতিদিন হাজার হাজার যানবাহন রাস্তার দু পাশে দীর্ঘ আটকে পড়ে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকে ৬ থেকে ৮ ঘন্ট পর্যন্ত। সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার পাশে ভাল করে মাটি দিয়ে চলাচলের রাস্তা নির্মান করলে এভাবে প্রতিদিন যানবাহন নরম মাটিতে আটকিয়ে থাকতো না। কিন্তু ঠিকাদারের গাফলতির কারনে এভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক যানবাহন বারবাজার হয়ে হাকিমপুর হয়ে কোটচাদপুর দিয়ে কালীগঞ্জ আনছে ও বিভিন্ন স্থানে যাচ্ছে। প্রায় ৪৫ কিলোমিটার ঘুরে যাচ্চে বিভিন্ন স্থানে।