বগুড়ার নন্দীগ্রামে মেরিনা বিবি (৩০) নামের এক গৃহবধূ সাত দিন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্বামী আবুল কালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের আবুল কালামের সাথে একই গ্রামের মেরিনা বিবির ২৭ পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে দু’জনের দাম্পত্য জীবন সুখে-শান্তিতে কাটছিল। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।
এমতাবস্থায় গত শনিবার দুপুরে স্বামী আবুল কালাম জমিতে যায়। পরে এসে দেখে স্ত্রী মেরিনা বিবি বাড়িতে নেই। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও তার কোনো খোজ না পেয়ে নন্দীগ্রাম থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। মেরিনা বিবি নিখোঁজ থাকায় অভিভাবকরা উৎকন্ঠায় ভুগছেন। আবুল কালাম জানান, তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মাথায় সমস্যা রয়েছে। হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় পরিবারের লোকজন দু:শ্চিতায় আছেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, মেরিনা বিবি নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তার সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।