মুলাদীতে জমি দলিল দিতে অস্বীকার করায় মায়ের ওপর হামলা চালিয়েছে এক পাষ- পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বড়ইয়া কাজিরচর গ্রামের মন্নান চোকদারের পুত্র শাহে আলম চোকদার তার মা শাফিয়া বেগমের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই শাহাবুদ্দিন চোকদার মাকে রক্ষা করতে যাওয়ায় শাহে আলম চোকদার তাকে কুপিয়ে মারাতœক জখম করে। জানাগেছে জমি লোভী শাহে আলম চোকদার তার পিতার কাছ থেকে প্রায় ২ একর সম্পত্তি অবৈধভাবে দলিল করে নেয়। কিছুদিন ধরে সে তার মায়ের কাছ থেকে ৬৬ শতাংশ জমি দলিল নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু তার মা শাফিয়া বেগম অন্য ছেলে-মেয়েদের বঞ্চিত করে শাহে আলম চোকদারকে জমি দলিল দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে সে তার স্ত্রীকে নিয়ে মাকে মারধর শুরু করে। মায়ের ডাকচিৎকারে ছোট ছেলে শাহাবুদ্দিন চোকদার তাকে রক্ষা করতে গেলে শাহে আলম চোকদার রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে পাশ্ববর্তী লোকজন এসে শাহাবুদ্দিন চোকদার ও তার মাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মা শাফিয়া বেগম বাদী হয়ে শাহে আলম চোকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।