মুলাদীতে বাটামারা ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাটামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। উপ-নির্বাচনে বাটামারা ইউপি সদস্য পদে মোবারক হোসেন মোরগ প্রতীকে ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল হাদী ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬৬ ভোট। বাটামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদের মৃত্যুতে ওই ওয়ার্ডের সদস্যপদ শূণ্য হয়।