বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর মাঠ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। পৌর যুবলীগের আহ্বায়ক এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান রনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, অজিত কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, যুবলীগ নেতা আবদুল কুদ্দুস, মঞ্জুর আক্তার, রবিউল ইসলাম রবি, বিল্লাল হোসেন প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার পর চলমান আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিতে এসএম লুৎফর রহমানকে সভাপতি এবং রবিউল ইসলাম রবিকে সাধারন সম্পাদক ঘোষনা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।