ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের উপনির্বাচন গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত ১১ টি কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট কেন্দ্রের প্রাপ্ত তথ্যমতে স্বতন্ত্র প্রার্থী মো: জয়নাল আবেদীন বাদল (চশমা) ৬২২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হক পেয়েছেন (মোটরসাইকেল) ৪১৮৬ ভোট। বিকালে উপজেলা পরিষদে স্থাপিত কন্ট্রোল রুম হতে ইউএনও লীরা তরফদারের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল। ওই পদে আওয়ামী লীগ ও জাসদ সহ মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে ৯ নং এনায়েতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. আ. ছামাদ (ফুটবল) ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জুয়েল মিয়া চন্দন (তালা) ৫৮৫ ভোট পেয়েছেন।